আগামী ৫ অক্টোবর কক্সবাজার পর্ব দিয়ে এই প্রতিযোগিতার পর্দা নামবে।
Published : 29 Sep 2024, 05:26 PM
প্লাস্টিক ব্যবহার ও ব্যবস্থাপনা বিষয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সিরাজগঞ্জ পর্বের সমাপনী হয়ে গেল।
শুক্রবার শহরের অফিসার্স ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউনিডো) ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে। সিরাজগঞ্জ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ; রানার আপ হয়েছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়।
রানার আপ যাবির ইবনে হক সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের মোট ১৬টি দল দুই দিনের এ প্রতিযোগিতায় অংশ নেয়। শেষদিনে কর্মশালায় অংশ নেয় আড়াই শতাধিক শিক্ষার্থী।
বিডিএফ সভাপতি প্লাবন গঙ্গোপাধ্যায়ের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর, সিরাজগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন এবং ইউনিডো বাংলাদেশের ন্যাশনাল এক্সপার্ট মাহবুল ইসলাম।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতাটির নারায়ণগঞ্জ পর্ব অনুষ্ঠিত হয়। আগামী ৪-৫ অক্টোবর কক্সবাজার পর্ব দিয়ে এই প্রতিযোগিতার পর্দা নামবে।