বিস্কুট, ড্রাই কেক, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, মশারি, কম্বল ও তাঁবু পাঠানো হবে পাকিস্তানে।
Published : 01 Sep 2022, 09:30 PM
পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিস্কুট, ড্রাই কেক, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, মশারি, কম্বল ও তাঁবু কিনতে এক কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ মেট্রিক টন বিস্কুট, ১০ মেট্রিক টন ড্রাই কেক, ১ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরস্যালাইন, ৫ হাজার মশারি, ২ হাজার কম্বল এবং ২ হাজার তাঁবু।
কিছু কিছু সামগ্রী মন্ত্রণালয়ের কাছে আছে জানিয়ে ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, “বাকি মালামাল জরুরি ভিত্তিতে ক্রয় করে দ্রুত পাঠানো হবে।”
ব্যাপক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় পাকিস্তানের প্রায় অর্ধেক এলাকা এখন পানিতে নিমজ্জিত। বন্যার কারণে সেখানে প্রাণহানি প্রায় ১ হাজার ২০০ জনে পৌঁছেছে, যাদের এক-চতুর্থাংশ শিশু।
পরিস্থিতি সামলাতে এরইমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান সরকার। উদ্ধার কাজে সামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার আহ্বানও জানিয়েছে তারা।
পাকিস্তানে বন্যায় ক্ষতি অন্তত ’১০ বিলিয়ন ডলার’