দুদিন ধরে ফোনে না পেয়ে বোনের বাসায় এসে দরজা বন্ধ দেখে পুলিশে খবর দিয়েছিলেন ওই নারীর ভাই।
Published : 21 Jan 2024, 10:47 PM
ঢাকার হাজারীবাগের একটি বাসার বাথরুম থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার ওই এলাকার মিতালি রোডের ১৭/১ নম্বর বাড়ির সাততলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে তানিয়া আক্তার (৩৫) নামের ওই নারীর মরদেহ উদ্ধারের কথা জানান হাজারীবাগ থানার এসআই নিকলেশ চন্দ্র কর পলাশ।
নিহত এ নারীর স্বামী দুবাই প্রবাসী ছিলেন। সম্প্রতি দেশে ফিরে স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন। তাদের কোনো সন্তান নেই। কিছুদিন আগে তার স্বামী কুমিল্লা গ্রামের বাড়ি গেছেন বলে পুলিশ জানতে পেরেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই পলাশ জানান, ওই নারীর ভাইয়ের দেওয়া তথ্য মতে দরজা ভেঙে ভেতরে ঢোকার পর বাথরুমে তানিয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তিনি বলেন, “মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃত্যু রহস্যজনক।”
এ পুলিশ কর্মকর্তা বলেন, তানিয়া ইনটেরিয়রের কাজ করতেন বলে তার ভাই পুলিশকে জানিয়েছে। গত দুদিন ধরে ফোনে না পেয়ে তার বোনের বাসায় আসেন। পরে ভেতর থেকে দরজা লাগানো দেখে পুলিশকে খবর দেয়।
“তানিয়ার বাসায় ঢুকে কেউ হত্যা করে কৌশলে দরজা ‘লক’ করে চলে গেছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে,” যোগ করেন তিনি।
সন্ধ্যায় মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই পলাশ।