তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান দীপু মনি।
Published : 05 Aug 2023, 08:30 PM
তামাকমুক্ত এবং উন্নত দেশ গঠনে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন, তামাক আসক্তি শিশু-কিশোর ও যুবাদের সুস্থ বিকাশের অন্তরায়।
সম্প্রতি দীপু মনি তার সরকারি বাসভবনে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
এ সময় প্রজ্ঞা এবং আত্মা’র পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশে ৩৫ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী তামাক ব্যবহার করে। তামাকখাত থেকে অর্জিত রাজস্ব আয়ের চেয়ে তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতায় যে আর্থিক ক্ষতি হয়, তার পরিমাণ অনেক বেশি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামাকের এই ভয়াবহতা রোধে ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণার পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন যুগোপযোগী করার নির্দেশ দিয়েছেন।
বৈঠকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস এর বাংলাদেশ লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক সুকান্ত গুপ্ত অলোক, আত্মা’র আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন এবং সহ-আহ্বায়ক নাদিরা কিরণ, প্রজ্ঞা’র পরিচালক মো. মনোয়ার হোসেন এবং প্রোগ্রাম অফিসার মেহেদি হাসান।