যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী দেশের পথে

লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2022, 03:14 AM
Updated : 3 Oct 2022, 03:14 AM

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সফরে লন্ডনে তিনি ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য যোগ দেন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশ নেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট ওয়াশিংটন সময় রোববার সন্ধ্যা ৬টায় ওয়াশিংটন ছাড়ে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত ডুলেস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এ সময় বিমানবন্দর সংলগ্ন রেডার রোডে জড়ো হওয়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে গত ১৫ সেপ্টেম্বর ঢাকা থেকে লন্ডনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রানির অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা তৃতীয় চার্লসের অভিষেকে যোগ দিয়ে ১৯ সেপ্টেম্বর তিনি যান নিউ ইয়র্কে।

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন এবং বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্যস্ত সময় কাটে শেখ হাসিনার।

২৩ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে বাংলায় বক্তৃতা করেন শেখ হাসিনা। বিশ্বের সঙ্কটময় পরিস্থিতি তুলে ধরে যুদ্ধ আর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা বন্ধের আহ্বান জানান।

নিউ ইয়র্কের কর্মসূচি শেষ করে ২৫ সেপ্টেম্বর থেকে রোববার পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে কাটান প্রধানমন্ত্রী।