পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর অনলাইনে অর্থাৎ মোবাইল পেমেন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড পেমেন্ট বা ব্যাংকের মাধ্যমে আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
Published : 12 Apr 2023, 05:19 PM
বাংলা নতুন বছরের প্রথম দিন থেকে চালু হচ্ছে ‘ক্যাশলেস’ ভূমি উন্নয়ন কর ব্যবস্থা। ফলে পহেলা বৈশাখ থেকেই নগদ টাকার বদলে কর পরিশোধ করতে হবে অনলাইনে।
বুধবার ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলা হয়, “ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রমকে অধিকতর জনবান্ধব করার লক্ষ্যে পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর অনলাইন তথা মোবাইল পেমেন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড পেমেন্ট বা ব্যাংকের মাধ্যমে আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
“ভূমি উন্নয়ন কর আদায়ের সেবাকে ক্যাশলেস হিসাবে পূর্ণাঙ্গভাবে ডিজিটালরূপে বাস্তবায়নে সব ভূমি মালিককে (ব্যক্তি ও সংস্থাসমূহ) যথাসময়ে ও নিয়মিতভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনুরোধ করা যাচ্ছে।“
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর দিতে হলে land.gov.bd ওয়েব পোর্টালে যেতে হবে। সেখানে নাগরিক নিবন্ধন করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে অনলাইনে দাখিলা সংগ্রহ করতে হবে।
এ বিষয়ে ফোন করে জানারও ব্যবস্থা রাখা হয়েছে। ১৬১২২ নম্বরে (বিদেশ থেকে +৮৮০৯৬১২৩ ১৬১২২) নম্বরে ফোন করে কর বিষয়ে জানা যাবে। অথবা ফেইসবুক পেইজে (www.facebook.com/land.gov.bd) মেসেজ পাঠিয়েও তথ্য আদানপ্রদান করা যাবে।
গত ২৯ মার্চ জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পহেলা বৈশাখ থেকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা কার্যকর করার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর গত বছরের ১ অক্টোবর থেকে ‘ক্যাশলেস ই-নামজারি’ ব্যবস্থা বাস্তবায়ন করে ভূমি মন্ত্রণালয়।
অন্যের খাজনা দেওয়া যাবে এনআইডি দিয়ে
ঘরে বসেই দেওয়া যাবে ভূমি সংক্রান্ত ফি