গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য সাময়িক এই অসুবিধায় পড়তে হবে গ্রাহকদের।
Published : 28 Nov 2024, 10:05 AM
লাইন মেরামত কাজের জন্য মানিকগঞ্জ থেকে আশুলিয়া পর্যন্ত বড় এলাকায় রাতের বেলা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
বিতরণ সংস্থা তিতাসের এক জরুরি বার্তায় বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা ঢাকা ইপিজেড-০১ ও ঢাকা ইপিজেড-০২ এলাকা এবং নবীনগর-চন্দ্রা সড়কের পশ্চিম পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
১২ ঘণ্টা বিরতি দিয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত তিতাস গ্যাস ফ্রাঞ্চাইজ এলাকাভুক্ত মানিকগঞ্জ, ধামরাই, নবীনগর, সাভার, আশুলিয়া ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকরা গ্যাসের স্বল্প চাপ অনুভব করবেন। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।
এছাড়া টঙ্গী এলাকায় সব শ্রেণির গ্রাহকসহ টঙ্গী জয়দেবপুর মহাসড়কের ১৬ ইঞ্চি ১৪০ পিএসআই লাইনের গ্রাহকদের গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।