পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিককে বদলি করা হয়েছে পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে।
Published : 30 Dec 2024, 05:52 PM
একজন অতিরিক্ত আইজিপি ও পাঁচজন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে; বাতিল করা হয়েছে দুজন পুলিশ সুপারের বদলির আদেশ।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিককে বদলি করা হয়েছে পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে।
বাকিদের মধ্যে নাটোরের এসপি মারুফাত হুসাইনকে দিনাজপুরের এসপি হিসেবে; পুলিশ সদরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোরে, টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামে, সিআইডির এসপি মিজানুর রহমানকে টাঙ্গাইলের এসপি হিসেবে এবং ডিএমপির ডিসি মাহবুব হাসানকে সিআইডিতে বদলি করা হয়েছে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) এসপি জাকির হোসেনকে দিনাজপুরের এসপি হিসেবে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
একইভাবে বাতিল হয়েছে গাইবান্ধার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ড আবু সায়েম প্রধানকে চট্টগ্রামে এসপি হিসেবে বদলি করার আদেশ।