মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Published : 20 Mar 2025, 11:34 PM
বাংলাদেশের বিমান পরিবহন ও পর্যটন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ১০ নারীকে পুরস্কৃত করেছে এই খাতের সাংবাদিকদের সংগঠন ‘এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’ (এটিজেএফবি)।
বৃহস্পতিবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে তাদের হাতে ‘এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড ২০২৫’ তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব নাসরিন জাহান।
পাইলট ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে বিমানের ইঞ্জিনিয়ারিং অফিসার তাহমিনা আক্তার, এভিয়েশন গ্রাউন্ড সার্ভিস ক্যাটাগরিতে বিমানের ম্যানেজার-গ্রাউন্ড সার্ভিস নিলুফা ইয়াসমিন, কেবিন ক্রু ক্যাটাগরিতে বিমানের ফ্লাইট স্টুয়ার্ড জিনিয়া ইসলাম, ট্যুরিজম সিকিউরিটি ক্যাটাগরিতে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত এসপি নাদিয়া ফারজানা, হোটেল উদ্যোক্তা ক্যাটাগরিতে হোটেল সারিনার চেয়ারপারসন সাবেরা সারওয়ার নীনা, ট্যুরিজম উদ্যোক্তা ক্যাটাগরিতে ওয়ান্ডার উইম্যানের প্রতিষ্ঠাতা ও সিইও সাবিরা মেহরিন সাবাকে পুরস্কার দেওয়া হয়।
এ ছাড়া প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা ক্যাটাগরিতে গ্যালাক্সি বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ও করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান ওয়ামিয়া ওয়ালিদ, সাংবাদিকতা ক্যাটাগরিতে বৈশাখী টিভির যুগ্ম সম্পাদক রিতা নাহার এবং ভ্রমণ ক্যাটাগরিতে বিশ্বের ১৭৮টি দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো প্রথম বাংলাদেশি নাজমুন নাহারকে সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বিমানের এমডি ও সিইও মো. সাফিকুর রহমান, এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।