আগামী মার্চ মাসে এ পরীক্ষা ফের নেওয়া হবে।
Published : 02 Dec 2024, 05:27 PM
স্বচ্ছতা ‘নিশ্চিত' করতে বাংলাদেশ রেলওয়ের উপ সহকারী প্রকৌশলী পদে এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ কর্ম কমিশন-পিএসসি।
সোমবার বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, রেলওয়ের ৫১৬টি উপ সহকারী প্রকৌশলী পদের জন্য এই পরীক্ষা নেওয়া হয়েছিল গত ৫ জুলাই।
এখন এ নিয়োগে 'অধিকতর স্বচ্ছতা নিশ্চিত' করার লক্ষ্যে এই পরীক্ষা বাতিল ঘোষণা করেছে পিএসসি।
আগামী মার্চ মাসে এ পরীক্ষা ফের নোওয়া হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপ সহকারী প্রকৌশলী পদে নিয়োগের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা বাতিল করা হবে। ”
পরীক্ষার তারিখ ও সময়সূচি কমিশনের ওয়েবসাইটে ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের এই কর্মকর্তা।