এদের মধ্যে রয়েছেন পিএসপির দুইজন উপপরিচালক ও একজন সহকারী পরিচালক।
Published : 08 Jul 2024, 09:16 PM
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে সাতজনই পিএসসির সাবেক ও বর্তমান কর্মী।
এদের মধ্যে রয়েছেন পিএসপির দুইজন উপপরিচালক ও একজন সহকারী পরিচালক।
সিআইডির বিশেষ পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশ্নফাঁসের ঘটনায় এ পর্যন্ত পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলী জীবনসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
“বিভিন্ন সময়, ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”
প্রায় এক যুগ থেকে পিএসসির অধীনে বিসিএসসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসে একটি চক্র জড়িত বলে রোববার বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। সেখান এই চক্রের ছয়জনের ছবি প্রকাশ করা হয়।
এদের মধ্যে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার পরিবারের বিলাসবহুল জীবনযাপনের বিভিন্ন ছবি ফেইসবুকে ঘুরতে থাকে।
এরপরই চক্রটিকে ধরতে অভিযানে নামে সিআইডি। গ্রেপ্তারদের মধ্যে আবেদ আলী ও তার ছেলে সিয়ামও রয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- পিএসসির দুই উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, অডিটর প্রিয়নাথ রায়, ডেসপ্যাচ রাইডার খলিলুর রহমান, অফিস সহকারী সাজেদুল ইসলাম ও অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন।
এছাড়া এই চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার পাসপোর্ট অফিসের কর্মচারী মামুনুর রশীদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিকেল টেকনিশিয়ান নিয়ামুন হাসান, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ও তার ভাই সায়েম হোসেন, জাহিদুল ইসলাম, লিটন সরকার ও আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম।