আগামী এপ্রিলের মাঝামাঝি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে এর আগে জানিয়েছিলেন অধ্যাপক তপন কুমার সরকার।
Published : 12 Nov 2024, 06:24 PM
আগামী বছরের মাধ্যমিক ও সমমান (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের ফি অপরিবর্তিত থাকছে।
অর্থাৎ এবছরের মতো আগামী বছরেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফরম পূরণে সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে, যা ২১৪০ টাকা। আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা ২ হাজার ২০ টাকা দিয়ে ফরম পূরণ করতে পারবেন।
আগামী বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরের প্রথম দিন থেকে।
শিক্ষা বোর্ডগুলো ফরম পূরণের বিস্তারিত তথ্য জানিয়ে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।
মঙ্গলবার তিনি বলেন, “এসএসসি পরীক্ষার ফরম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এজন্য ২৭ নভেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে স্কুলগুলোকে বলা হয়েছে। শিগগিরই ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।”
“ফরম পূরণের ফি চলতি বছরের পরীক্ষার মতই থাকছে,” বলেন তপন কুমার।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারও ফরম পূরণের ফি ‘অপরিবর্তিত’ থাকার কথা নিশ্চিত করেছেন।
এসএসসির ফরম পূরণে সাধারণত ৮ থেকে ১০ দিন সময় পান পরীক্ষার্থীরা। নির্ধারিত সময়ে ফরম পূরণে ব্যর্থ হলে একজন শিক্ষার্থী ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৩ থেকে ৪ দিন ফরম পূরণের সময় পান।
বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণে ১ হাজার ৬২৫ টাকা বোর্ড ফি ও সঙ্গে কেন্দ্র ফি বাবদ আরও ৫১৫ টাকা দিতে হবে। আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা ও কেন্দ্র ফি বাবদ ৪৮৫ টাকা দিতে হবে।
পরিক্ষার্থীদের চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতন ও সেশন চার্জ পরিশোধ করতে হবে। কোনো স্কুল ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করতে পারবে না।
আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে বলে এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন অধ্যাপক তপন কুমার সরকার।
“চলতি বছরের মত আগামী বছরের (২০২৫) এসএসসি ও সমমান পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে এ পরীক্ষা হবে,” বলেছিলেন তিনি।
আরও পড়ুন: