হাফিজুর রহমান বলেন, “সারাদিন সারাদেশে বৃষ্টি থাকবে। ঢাকায়ও বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারি বৃষ্টি হবে।“
Published : 07 Aug 2023, 01:52 PM
শ্রাবণের শেষ দিকে এসে গরমের তাপ কমিয়ে প্রায় প্রতিদিনই যে বৃষ্টি ঝরছে, তা চলবে গোটা অগাস্ট মাসজুড়ে।
সোমবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা; কখনো হালকা, কখনো আবার ভারি বৃষ্টি হচ্ছে রাজধানীতে। সারাদিন ধরে দেশের সব জায়গায় এমন বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টিপাতের এমন ধারা শুধু আজকের জন্য না, গোটা অগাস্ট জুড়েই অব্যাহত থাকবে।“
সক্রিয় মৌসুমী বায়ু এই বৃষ্টি ঝরাচ্ছে জানিয়ে হাফিজুর রহমান বলেন, “সারাদিন সারাদেশে বৃষ্টি থাকবে। ঢাকায়ও বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারি বৃষ্টি হবে। আর এটা হবে সক্রিয় মৌসুমি বায়ুর জন্য।”
এই বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কার কথা তুলে এই আবহাওয়াবিদ বলেন, “আমরা তো কয়েকদিন আগে থেকেই বলে আসছি, মুষলধারে বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিতে পাহাড়ধসের একটা বিষয়ের কথা বলেছি। আমরা সমুদ্রবন্দরগুলোয় ৩ নম্বর সতর্ক সংকেতও দেখাতে বলেছি।”
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দেশের সবচেয়ে বেশি ৩২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পটুয়াখালীর খেপুপাড়ায় ৩১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টির কারণে গরম কমেছে সারাদেশেই। গত ২৪ ঘণ্টায় রংপুরের সৈয়দপুরে দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সবচেয়ে কম তাপমাত্রা ছিলো চট্টগ্রামের সীতাকুণ্ড, রাঙামাটি ও কুতুবদিয়ায়, ২৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেও য়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।