প্রায় এক ঘণ্টা সড়ক আটকে রাখার কারণে মহাখালীর আশেপাশে কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
Published : 26 Feb 2025, 07:57 PM
রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি বাসের ‘কাগজপত্র ঠিক না থাকায়’ ট্রাফিক পুলিশের মামলার পর মহাখালী এলাকায় বাস শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
বুধবার বিকাল ৪টা থেকে প্রায় এক ঘণ্টা সড়ক আটকে রাখার কারণে মহাখালীর আশেপাশে গুলশান, বনানী, কাকলী, নাবিস্কো, তিব্বত ও সাতরাস্তাসহ কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
কাছের গন্তব্যের যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে হাঁটা শুরু করেন। ব্যাগপত্র নিয়ে ভ্রমণ করা কিংবা দূরের যাত্রীরা গরমের মধ্যে বাসেই বসে সময় পার করেন।
বিকাল ৪টার দিকে পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের ফেইসবুক পেইজে এক পোস্ট বলা হয়, “খিলক্ষেত এলাকায় ট্রাফিক পুলিশ বাসের বিরুদ্ধে মামলা দিয়েছে। সে কারণে মহাখালী বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকরা রাস্তা বন্ধ করে দিয়েছেন। ফলে মহাখালী টার্মিনাল থেকে ইনকামিং ও আউইটগোয়িং উভয় দিকে চলাচল বন্ধ রয়েছে।”
পরে শ্রমিকরা সড়ক ছাড়লে সেই তথ্যও আরেক পোস্টে জানায় গুলশান ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী কমিশনার জুনায়েদ জাহেদী বলেন, “উত্তরায় ভ্রাম্যমাণ আদালত চলাকালে একটি বাসের কাগজ ঠিক না থাকায় মামলা দেওয়া হয়। এরপর সেই বাসটির শ্রমিকরা মহাখালী টার্মিনালে এসে দুই-তিনশ সহযোগী নিয়ে সড়ক অবরোধ করেন। পরে অবশ্য তারা অবরোধ প্রত্যাহার করেন।
কোন বাসের মামলা দেওয়া হয়েছিল, এ প্রশ্নে তিনি বলেন, “আমি যতদূর শুনেছি এটা সম্ভবত এনা পরিবহনের একটা বাস। তবে তাদের কাগজে কী সমস্যা ছিল সেটা জানি না।”