রাতে আগুন নেভানোর সময় নয়ন পানির লাইন দিতে রাস্তা পার হতে গেলে ট্রাকচাপায় প্রাণ যায় নয়নের।
Published : 26 Dec 2024, 07:26 PM
গভীর রাতে সচিবালয়ে লাগা আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিস সদস্য সোয়ানুর জামান নয়নকে চাপা দেওয়া ট্রাকের চালক ও সহকারীকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম মিনহাজুর রহমান এ আদেশ দেন।
নয়নের মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে ট্রাকচালক বেলাল হোসেন ওরফে সুমন (৩৬) ও হেল্পার ফরহাদের (২০) বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় মামলা করেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের সদস্য রুহুল আমিন মোল্লা।
পরে তাদের আদালতে হাজির করে কারাগারে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম। আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না।
মামলার এজাহারে বলা হয়, বুধবার রাত ২টার দিকে সচিবালয়ে আগুন লাগার খবরে তেজগাঁও ফায়ার সার্ভিসের আটজনের একটি দল সেখানে যায়। রাত ৩টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের পানির লাইন নিয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনের রাস্তা পার হতে গেলে দ্রুত ও বেপরোয়া গতিতে আসামিরা ট্রাক চালিয়ে ফায়ার ফাইটার নয়নকে চাপা দেয়। এতে নয়নের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে যায়। ওই আগুন পুরোপুরি নেভে ১০ ঘণ্টা পর।
রাতে আগুন নেভানোর সময় ফায়ার ফাইটার নয়ন পানির লাইন দিতে রাস্তা পার হতে গেলে একটি ট্রাক তাকে চাপা দেয়।
নিহত এ তরুণের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। মূল কর্মস্থল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন হলেও তাকে ঢাকায় এনে তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত করা হয়েছিল।
নয়নকে চাপা দেওয়ার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গণপূর্ত অধিদপ্তর এলাকায় উপস্থিত লোকজন সেটি থামায়। এরপর ট্রাকের চালক বেলাল ও সহকারী ফরহাদকে ধরে পুলিশে দেয়।
আরও পড়ুন-
ফায়ার ফাইটার নয়নের জানাজায় উপদেষ্টা, বললেন 'আমাদেরই ব্যর্থতা'
সড়ক বন্ধ না করায় আফসোস নয়নের স্বজনদের
সচিবালয়ের আগুন পুরোপুরি নিভল ১০ ঘণ্টা পর