বিসিএসের ভাইভায় নম্বর কমিয়ে ১০০ নির্ধারণ করা হয়েছে।
Published : 11 Dec 2024, 09:36 PM
বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর পাশাপাশি ভাইভায় নম্বর কমিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা-২০১৪ সংশোধন করেছে সরকার।
এর মাধ্যমে বিসিএসে আবেদনে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ‘অনগ্রসর’ জনগোষ্ঠীর জন্য ফি ধরা হয়েছে ৫০ টাকা।
আর বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ১০০ নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে বিসিএসে আবেদনের সর্বোচ্চ বয়স ৩২ বছর করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি ৯ এর উপবিধি ৪ (ক) সংশোধন করে সাধারণ প্রার্থীদের জন্য নির্ধারিত ৭০০ টাকা আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে।
বিধি ৯ এর উপবিধি ৪ (খ) সংশোধন করে ‘অনাগ্রসর’ জনগোষ্ঠীর প্রার্থীদের জন্য নির্ধারিত ১০০ টাকা ফি ৫০ টাকা করা হয়েছে।
বিধি ১৪ এর উপবিধি (১) সংশোধন করে বিসিএস পরীক্ষার আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরকে ৩২ বছর করা হয়েছে। এই বিধির উপবিধি (২) ও (৩) বাতিল করা হয়েছে।
আর বিধি ১৮ সংশোধন করে বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ করা হয়েছে এবং মোট নম্বর ১১০০ পরিবর্তন করে ১০০০ করা হয়েছে।
এসব সংশোধনী গত ২৭ নভেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন চাকরিপ্রত্যাশীরা। সবশেষ গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সেই দাবির মুখে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে সরকার।
গত ১৮ নভেম্বর বয়স বাড়ানোর অধ্যাদেশ জারি করা হয়। সেখানে সরকারির পাশাপাশি স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে একই বয়সসীমা নির্ধারণ করা হয়।
অপরদিকে অন্তর্বর্তী সরকারের গঠিত নতুন সরকারি কর্ম কমিশন বিসিএসে আবেদন ফি কমানোর পাশাপাশি ভাইভায় নম্বর কমানোর প্রস্তাব করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
এরপর বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা-২০১৪ সংশোধনের মাধ্যমে আবেদন ফি ২০০ টাকা আর ভাইভায় নম্বর ১০০ নির্ধারণ করা হল। ৪৭তম বিসিএস থেকেই এই আবেদন ফি ও বয়সসীমা কার্যকর হবে।
পুরনো খবর-
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর, অধ্যাদেশ জারি
বিসিএসে আবেদন ফি 'হচ্ছে' ৩৫০ টাকা, ভাইভায় নম্বর ১০০
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ল ২ বছর