আবেদন শুরুর আগের দিন তা স্থগিত করল পিএসসি।
Published : 09 Dec 2024, 05:28 PM
সরকারি চাকরির ৩ হাজার ৬৮৮টি পদে নিয়োগ দিতে ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান আবেদন কার্যক্রম স্থগিতের কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অনিবার্য কারণে আবেদন স্থগিত করা হয়েছে। নতুন সময় কমিশনের পক্ষ থেকে পরে জানানো হবে।”
আবেদন কার্যক্রম শুরুর আগের দিন হঠাৎ তা স্থগিতের কারণ হিসেবে পিএসসির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিসিএসে আবেদন ফি কমানোর ঘোষণা এলেও এ সংক্রান্ত প্রজ্ঞাপন বা আদেশ জারি হয়নি। তাই আবেদন আপাতত স্থগিত করা হয়েছে।”
গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করে পিএসসি। মঙ্গলবার সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা ছিল। এর আগের দিন সোমবার আবেদন পক্রিয়া স্থগিত করা হল।
এই বিসিএসের বিজ্ঞপ্তিতে আবেদন ফি সাধারণ প্রার্থীদের জন্য ৭০০ টাকা আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা নির্ধারণ করা হলেও তা কমিয়ে ২০০ টাকা নির্ধারণের ঘোষণা দিয়েছে সরকার। তবে এখনও বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি হয়নি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের মে মাসে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। পরীক্ষা সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর বয়সী প্রার্থীরা ৪৭তম বিসিএসে আবেদন করতে পারবেন।
প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা সময় হবে ২ ঘণ্টা। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর করে পাবেন প্রার্থীরা। আর ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ নম্বর কাটা যাবে।
এ বিসিএসের লিখিত পরীক্ষা আটটি বিভাগীয় শহরে নেওয়া হবে। মৌখিক পরীক্ষা হবে কমিশনের প্রধান কার্যালয়ে। কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।