মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে মঞ্জুকে পুলিশ তুলে নিয়ে যায় বলে জানায় এবি পার্টি।
Published : 31 Jul 2024, 07:48 PM
নাশকতার অভিযোগে করা ধানমন্ডি থানার মামলায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তার আবেদনে বুধবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে।
ঢাকার মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, মঞ্জুর সাত দিনের রিমান্ড আবেদন করেন পুলিশের সিটিটিসি ইউনিটের পরিদর্শক এস এম রাইসুল ইসলাম। আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
শুনানি নিয়ে বিচারক পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ২১ জুলাই ধানমন্ডি থানায় এসআই মো. কামরুল ইসলাম বাদী এ মামলা করেন। মামলায় অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করা হয়।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে মিরপুর ডিওএইচএসে এক আত্মীয়ের বাসা থেকে ‘পুলিশ পরিচয়ে’ মঞ্জুকে ‘তুলে নিয়ে’ যাওয়া হয় বলে দাবি করেন এবি পর্টির প্রচার সম্পাদক আনোয়ার সাহাত টুটুল। পরে ধানমন্ডির থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
জামায়াতে ইসলামীর ‘সংস্কারপন্থি’ একদল নেতাকর্মীকে নিয়ে ২০২০ সালে এবি পার্টির আত্মপ্রকাশ ঘটে। দলটির আহ্বায়ক হিসেবে রয়েছেন সাবেক আমলা এএফএম সোলায়মান চৌধুরী। আর মহাসচিব মঞ্জু ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
কোটা সংস্কার আন্দোলন সহিংস রূপ পাওয়ার পেছনে জামায়াতে ইসলামী ও বিএনপিকে দায়ী করে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা।