যারা চাকরি হারাচ্ছেন, তারা নিয়োগ পেয়েছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে।
Published : 22 Oct 2024, 12:24 PM
রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আড়াইশ ক্যাডেট এসআইকে শৃঙ্খলা ভঙ্গের ‘অভিযোগে’ অব্যাহতি দেওয়া হয়েছে, যাদের নিয়োগ দেওয়া হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারদা পুলিশ একাডেমিতে কয়েকটি ব্যাচের আউটসাইড ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ চলছিল। আড়াইশ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।“
পুলিশ সদর থেকে জানানো হয়েছে, আরও দুদিন আগে এই এসআইদের অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি শেখ হাসিনার সরকার পতনের আগ মুহূর্তে নিয়োগ করা ৮০৩ জন এসআই এবং ৬৭ জন এএসপির নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানায়।
এরপর রোববার সারদায় অনুষ্ঠেয় ৪০তম বিসিএস বিসিএসের পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ অতিথিরা পাসিং আউট প্যারেডে অংশ নিতে সারদায় গেলেও অনুষ্ঠান স্থগিত করা হয়।
গত ৫ অগাস্টে সরকার পতনের পর ক্ষমতার পালাবদলে পুলিশ বাহিনীতে রদবদল শুরু হয়, যা চলমান আছে।