সেনাবাহিনী বলছে, বৃহস্পতিবার ‘দুষ্কৃতকারীরা’ সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে।
Published : 02 Nov 2024, 01:33 AM
রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
রিফাত, হৃদয় এবং ইয়াসিনকে ভাষানটেক এলাকা থেকে আটক করার পর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী বলছে, বৃহস্পতিবার ‘দুষ্কৃতকারীরা’ সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে।
আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী।
গত বৃহস্পতিবার বকেয়া বেতন ভাতার দাবিতে কচুক্ষেত এলাকার কয়েকটি তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে দেয়। এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।
শ্রমিকরা পুলিশ সদস্যদের বহনকারী একটি ট্রাক এবং সেনাবাহিনীর একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় গুলিবিদ্ধ ঝুমা আক্তার (১৫) ও আলামিনকে (১৭) ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ঝুমার ডান পায়ে এবং আলামিনের কাঁধে গুলি লেগেছে।