কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে হটলাইন নম্বরে ফোন করে অথবা এসএমএস করে জানাতে বলেছে মন্ত্রণালয়।
Published : 12 Aug 2024, 07:33 PM
ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার বিষয়ে তথ্য জানাতে একটি হটলাইন নম্বর চালু করেছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান দুর্বৃত্ত কর্তৃক হামলা বা আক্রান্ত হলে তার তথ্য ০১৭৬৬-৮৪৩৮০৯ নম্বরে ফোন করে বা ক্ষুদেবার্তা পাঠিয়ে জানাতে অনুরোধ করা হয়েছে।
এর আগে দুপুরের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে হটলাইন চালুর কথা বলেন।
তার কয়েক ঘণ্টার মধ্যেই চালু হলো এই সেবা।
মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের বিফ্রিংয়ে ধর্ম উপদেষ্টা বলেন, “যারা এই ন্যাক্কারজনক হামলা উপাসনালয়ে করে, তারা মূলত দুর্বৃত্ত। আমরা চেষ্টা করব, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য।
“আমাদের মন্ত্রণালয় থেকে আজকেই একটা হটলাইন চালুর ঘোষণা দেব। বাংলাদেশের কোথাও যদি কোনো উপাসনালয় অথবা কারও বাড়িঘর, সম্পত্তি আক্রান্ত হয়, তিনি হটলাইনে যোগাযোগ করবেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেব।”
প্রবল গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের বাড়িঘর, মন্দির, উপসানালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর আসছে দেশি-বিদেশি সংবাদ মাধ্যমে।
হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন হিন্দুরা।
সংখ্যালঘুদের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের দূতাবাসগুলো।
এমন পরিস্থিতিতে হটলাইন চালু করল ধর্ম মন্ত্রণালয়।