“সুপ্রিম কোর্ট থেকে বলা হতো ট্রাইব্যুনালের জন্য বিচারপতি সংকট। হাই কোর্টে ২৩ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এখন ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে,” বলেন তিনি।
Published : 09 Oct 2024, 09:29 PM
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী সপ্তাহেই পুনর্গঠন করা হবে জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, পূজার ছুটি শেষ হলে দুই বা তিন দিনের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে।
বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “সুপ্রিম কোর্ট থেকে বলা হতো ট্রাইব্যুনালের জন্য বিচারপতি সংকট। হাই কোর্টে ২৩ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এখন ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে।”
মঙ্গলবার গভীর রাতে হাই কোর্টে ২৩ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
আসিফ নজরুল বলেন, “বিগত ১৫ বছরের চেয়ে এবার বিচারপতি নিয়োগ ভালো হয়েছে। তুলনা করলে আপনারা নিজেরাই তা বুঝতে পারবেন।”
স্বাধীনতার ৩৯ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়; আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ।
২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নামে একটি ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে।
এ আদালত থেকে এ পর্যন্ত ৫১ মামলার রায় এসেছে; দণ্ডিত ১৩১ আসামির মধ্যে ৯১ জনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকশ মৃত্যুর ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে বিবেচনা করে ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রীসহ কয়েক ডজন মানুষের বিরুদ্ধে বিচারের জন্য এ ট্রাইব্যুনালে এরইমধ্যে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে।
এদিকে সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি ‘ফ্যাসিবাদী সরকারের সহায়ক শক্তি’ হিসেবে কাজ করেছেন অভিযোগ করে আসিফ নজরুল বলেন, “ছাত্র-জনতার পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি উঠেছে। এসব বিচারপতির বিরুদ্ধে আইনি কাঠামোর মধ্যে থেকে সুপ্রিম কোর্টের নিজেরই ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।”
শেখ হাসিনা এখন কোথায় অবস্থান করছেন, এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “শেখ হাসিনা কোথায় আছেন, এখন সেটা নিয়ে ভাবছি না। তারা যে অপরাধ করেছেন, তার বিচার নিয়ে কাজ করছি। বিচারের কোনো পর্যায়ে গিয়ে যদি শেখ হাসিনার উপস্থিতির প্রয়োজন হয়, তখন তার খোঁজ নেব।”