প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের কোনো তথ্য জানা যায়নি।
Published : 22 Feb 2025, 01:35 AM
রাজধানীর কড়াইল বস্তিতে মধ্যরাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে সেখানে আগুন লাগার খবর পান তারা।
তিনি বলেন, "আগুনের খবর পেয়ে আমাদের প্রথম ইউনিট পৌঁছায় ১২টা ৫২ মিনিটে। এরপর একে একে আটটি ইউনিট যোগ দিয়েছে। আরও তিনটি ইউনিট পথে রয়েছে।"
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স মিলে আগুন লাগে। দুই ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি স মিল ও অন্তত ২০টি দোকান পুড়ে যায়।