আন্দোলনের মধ্যে খালিদ হত্যার মামলায় রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Published : 07 Dec 2024, 08:29 PM
জুলাই-অগাস্টের গণআন্দোলনের সময় ঢাকার লালবাগে গুলিতে আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক এমপি মো. সোলায়মান সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে।
এ মামলায় চার দিনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনে শনিবার ঢাকার মহানগর হাকিম মো. রাগীব নুর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আওয়ামী লীগের সাবেক এমপি হাজী সেলিমের জ্যেষ্ঠপুত্র সোলায়মান সেলিমকে গত ১৩ নভেম্বর রাতে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেটে এমপি তিনি এমপি হয়েছিলেন।
সোলায়মান সেলিমকে শুরুতে চকবাজার মডেল থানায় করা রাকিব হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রাকিব আওয়ামী লীগ সরকার পতনের দিন, অর্থাৎ গত ৫ অগাস্ট চাঁনখারপুল মোড়ে গুলিবিদ্ধ হলে পরে হাসপাতালে মারা যান।
এরপর সোলায়মান সেলিমকে লালবাগ থানার খালিদ হত্যা মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই গুলিতে প্রাণ হারান। পরে তার বাবা কামরুল হাসান মামলা করেন।
গত ২৭ নভেম্বর খালিদ হত্যা মামলায় সোলায়মান সেলিমকে চার দিন এবং রাকিব হত্যা মামলায় তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশ। দুই মামলায় তাকে সাত দিন জিজ্ঞাসাবাদ করা হয়।
সোলায়মানকে গ্রেপ্তারের আগে গত ১ সেপ্টেম্বর লালবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় তার বাবা হাজী সেলিমকে।
হাজী সেলিম ঢাকা-৮ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালে। ২০০১ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলেও বিএনপির নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান।
২০১৪ সাধারণ নির্বাচনে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের টিকেট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন হাজী সেলিম। নৌকার প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হওয়ার পর সংসদের ১৬ জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে জোট গঠন করেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে হাজী সেলিম এমপি হন। তবে চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর দাঁড়াননি। আসনটি নিজের করে নেন তারই জ্যেষ্ঠ পুত্র সোলায়মান।
পুরনো খবর-
হাজী সেলিমের ছেলে সোলাইমান কারাগারে