ম্যারাথনটি ৩০০ ফিটের নৌবাহিনীর ঘাঁটি হতে শুরু হয়ে কাঞ্চন ব্রীজ হয়ে একই মহাসড়ক দিয়ে ফেরত এসে নৌবাহিনীর ঘাঁটিতে শেষ হয়।
Published : 08 Feb 2025, 07:40 PM
রাজধানীর ৩০০ ফিট এলাকায় ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন ১০ হাজার দৌড়বিদ।
শনিবার পাঁচ ক্যাটাগরির এ প্রতিযোগিতায় ফুল ম্যারাথনে পুরুষ বিভাগে মো. আল-আমিন এবং মহিলা বিভাগে পাপিয়া খাতুন; হাফ ম্যারাথনে পুরুষ বিভাগে মো. আশিক আহমেদ এবং মহিলা বিভাগে রিঙ্কি বিশ্বাস প্রথম হয়েছেন।
এছাড়া ১০ কিলোমিটার দূরত্বে (সাধারণ) পুরুষ বিভাগে এম সোয়ান এবং মহিলা বিভাগে প্রিয়া আক্তার; প্রথমবার অংশগ্রহণকারী পুরুষ বিভাগে মো. তুহিন আল মামুন এবং মহিলা বিভাগে মোসা. সুমাইয়া আখতার; ভেটেরান পুরুষ বিভাগে জসিম উদ্দিন আহমেদ এবং মহিলা বিভাগে ইরি লি কৈকি প্রথম স্থান অর্জন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এবারের ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনটি ঢাকার ৩০০ ফিট সড়কের পাশে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটি হতে শুরু হয়ে কাঞ্চন ব্রিজ হয়ে একই সড়ক দিয়ে ফেরত এসে নৌবাহিনীর ঘাঁটিতে শেষ হয়।
এতে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ৯ হাজার ৭৬০ জন পুরুষ এবং ৭৬৭ জন নারীসহ মোট ১০ হাজার ১২৭ জন দৌড়বিদ ম্যারাথনে অংশগ্রহণ করেন।
ম্যারাথনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, এই ম্যারাথন শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি বিশ্বব্যাপী সংহতি ও সুস্বাস্থ্যের বার্তা বহন করছে এবং সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবে।”
অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অ্যাথলেটিক্স ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ম্যারাথনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি দৌড়বিদরা উপস্থিত ছিলেন।
আইএসপিআর বলেছে, শনিবার সকাল ৫টায় প্রধান অতিথি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান আয়োজনের উদ্বোধন করেন।
একতা, বন্ধুত্ব ও বৈচিত্রের প্রতি শ্রদ্ধার বার্তা নিয়ে এবারের ম্যারাথনের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘রান ফর ইউনিটি রান ফর হিউম্যানেটি’। এটি দেশের সর্ববৃহৎ ম্যারাথন বলেও জানায় আইএসপিআর।