নয়টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
Published : 06 Apr 2025, 09:38 PM
চৈত্রের শেষভাগে এসে দেশের বেশ কিছু অঞ্চল দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে।
সঙ্গে দেশের ছয় বিভাগের ‘কিছু জায়গায়’ শিলাবৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার সন্ধ্যায় আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া তাপপ্রবাহ মোটামুটি এই কয়েক দিন অর্থাৎ ১০ এপ্রিল পর্যন্ত থাকবে। এরপর কমে আসতে পারে।
“আজ সিরাজগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। এ কয়েক দিন দেশের বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টি হতে পারে।”
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা।
অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, দেশের নয়টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
জেলাগুলো হল—ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গা।
থার্মোমিটারের পারদ যদি ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রির মধ্যে থাকে, আবহাওয়াবিদরা তাকে মৃদু তাপপ্রবাহ বলেন। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রির মধ্যে থাকলে হয় মাঝারি তাপপ্রবাহ।
আর তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রির মধ্যে থাকলে সেটা তীব্র তাপপ্রবাহ ধরা হয়। এর চেয়ে বেশি হলে সেটা হয়ে যায় অতি তীব্র তাপপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছ, সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে; ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
এ সময়ে পাবনার ইশ্বরদীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর বাইরে আর কোথাও তেমন বৃষ্টিপাত হয়নি।