পর্যায়ক্রমে ডিএনসিসির অন্যান্য খালও পরিষ্কার করা হবে বলে জানান ডিএনসিসির প্রশাসক।
Published : 01 Nov 2024, 09:09 PM
ঢাকার রামপুরা খাল পরিষ্কার করছে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ।
জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় আড়াইশ পরিচ্ছন্নকর্মী কাজ শুরু করেন। ফ্লোটিং এস্কেভেটর দিয়ে তারা খালের তলদেশ থেকে ময়লা পরিষ্কার করছেন।
সকালে ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম পরিষ্কার কার্যক্রম তদারকি করেন। খালে ময়লা না ফেলার জন্য স্থানীয়দের তারা অনুরোধ জানান।
ডিএনসিসির প্রশাসক বলেন, “বর্জ্য পরিষ্কার ডিএনসিসির একটি নিয়মিত কাজের অংশ। প্রতিদিন আমাদের পরিচ্ছন্নকর্মীরা রাস্তা, ফুটপাত ও গৃহস্থালির বর্জ্য এবং খালের বর্জ্য অপসারণ করেন।”
জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয়ভাবে ১৫ দিন খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “এর অংশ হিসেবে আমরাও ডিএনসিসি থেকে এই বিশেষ কর্মসূচি শুরু করেছি। রামপুরা খালে পরিষ্কার কার্যক্রম শুরু হল। পর্যায়ক্রমে ডিএনসিসির অন্যান্য খালেও এই কার্যক্রম চলবে।
“ঢাকা শহরকে বাসযোগ্য ও নিরাপদ করতে নানা ধরনের বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে হবে। প্লাস্টিকের, পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। গবেষণায় দেখা গেছে, বিভিন্ন ধরনের মাইক্রো-প্লাস্টিক খাদ্যদ্রব্যের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে জটিল রোগের সৃষ্টি করছে। এভাবে চলতে থাকলে আমাদের বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। তাই আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে। খালে পয়োবর্জ্যের সংযোগ দেওয়া যাবে না, ময়লা ফেলা যাবে না।”
খালের জমি কেউ যেন দখল করতে না পারে, এজন্য আফতাবনগর হাউজিং সোসাইটির নেতাদের সোচ্চার থাকার আহ্বান জানান মাহমুদুল হাসান।
খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসানও উপস্থিত ছিলেন।