২০১৭ সালের ৩০ ডিসেম্বর গুলশান থানায় তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ করে ক্ষতিসাধনের অভিযোগে মামলা করে পুলিশ।
Published : 11 Jul 2024, 07:13 PM
ঢাকার গুলশান থানায় প্রায় ছয় আগে বেআইনি সমাবেশের অভিযোগে করা একটি মামলায় বিএনপির সহযোগী সংগঠন যুবদলের ছয় নেতাকর্মীর কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত প্রত্যেককে ২৭ মাস করে কারাদণ্ড দিয়েছে।
দণ্ডিতরা হলেন- নবী, স্বাধীন, রুবেল, কামাল, খায়রুল ইসলাম ও ওয়াসিম চৌধুরী।
আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপক্ষের চারজনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিয়েছে। ক্ষতি করার দায়ে প্রত্যেককে দুই বছর (২৪ মাস) এবং বেআইনি সমাবেশ করায় আরও তিন মাস করে দণ্ড দেওয়া হয়েছে।
আসামিপক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ আইনজীবী হিসেবে মামলা লড়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর গুলশানের ৮৬ নম্বর রোডে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে যুবদলের নেতাকর্মীরা ‘বেআইনি’ সমাবেশ করেন। পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ ঘটনায় ওই দিন গুলশান থানার এসআই নূর আলম মাসুম সিদ্দিকী মামলাটি করেন, যার তদন্ত করে ২০১৯ সালের ৩১ মার্চ একই থানার এসআই খোরশেদ আলম আদালতে অভিযোগপত্র জমা দেন।