সোমবার রাতে মাহবুব আরা বেগম গিনি ধানমন্ডিতে গ্রেপ্তার হন।
Published : 01 Oct 2024, 03:52 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় শিক্ষার্থী রবিউসসানি শিপু হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মজিবর রহমান ভূঁইয়া।
রিমান্ডের বিরোধিতা করে গিনির জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মুকুন্দ বৈদ্য মুকুল ।
শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাবেয়া বেগম।
সোমবার রাতে মাহবুব আরা বেগম গিনিকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়।
মামলা বিবরণ থেকে জানা যায়, গত ৪ অগাস্ট বিকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে রবিউসসানি শিপু আহত হন।
আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও তাকে চিকিৎসা দেওয়া হয়নি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন শিপু।