ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
Published : 24 Jan 2025, 08:45 PM
ঢাকার এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন মিথুনকে এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
পাশাপাশি মিথুনকে ‘ছিনিয়ে নিতে’ নিউমার্কেট থানার সামনে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ছয় জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
আদালতে নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়েছেন।
তিনি বলেন, তাদের আদালতে হাজির করে পৃথক দুই মামলার মধ্যে একটিতে মিথুন ও অপরটিতে তার ছয় সমর্থককে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আদেশ দেয়।
কারাগারে পাঠানো ছয়জন হলেন- বশির ইসলাম (২৮), মোহাম্মদ হাসান (২১), মোহাম্মদ ইমন (২৫), মাসুম মাহমুদ (৩২), মোহাম্মদ আলামিন (৩০) ও আকবর আলী।
শুক্রবার ভোরে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকা থেকে ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিথুনকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানায় আনা হয়।
তার পরপরই তার সমর্থকরা নিউ মার্কেট থানার সামনে জড়ো হয়ে তাকে ‘ছিনিয়ে নেওয়ার’ চেষ্টা করে বলে পুলিশের অভিযোগ। এ ঘটনায় থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে মামলা করেন।
১০ জানুয়ারি এলিফ্যান্ট রোডে ‘মাল্টিপ্লান সেন্টারের’ সামনে কম্পিউটার ব্যবসায়ী এহতেসামুল হক ও ওয়াহিদুল হাসান দিপুকে ১০-১২ জনের একটি গ্রুপ এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।
এ ঘটনায় এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু ১০ জনের নাম উল্লেখ ও অচেনা আরও ২০-২৫ জনকে আসামি করে নিউ মার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
এ মামলায় অভিযোগে বলা হয়, আসামিরা ৫ আগস্টের পর বিভিন্ন সময় ‘মাল্টিপ্ল্যান সেন্টারে’ দল বেঁধে হয়ে এসে মার্কেটের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়-ভীতি ও হুমকি দিতেন।