এর আগের তিনদিন নির্বাহী আদেশে ছুটি ছিল।
Published : 23 Jul 2024, 10:00 PM
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতার ঘটনায় ৩ দিন ছুটির পর বুধ ও বৃহস্পতিবার অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ দুই দিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শিবলী সাদিক।
এদিকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। অন্যান্য জেলার কারফিউ ও শিথিলের বিষয়ে জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নেবে।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় ঢাকাসহ দেশজুড়ে ব্যাপক সংঘর্ষ ও হতাহতের ঘটনার মধ্যে শুক্রবার রাত থেকে দেশে কারফিউ জারি করা হয়।
এরপর নির্বাহী আদেশে রবি, সোম ও মঙ্গলবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালেই রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা নিয়ে হাই কোর্টের দেওয়া রায় বাতিল করে দেয়। সেই সঙ্গে সরকারি চাকরির কোটার নতুন বিন্যাস ঠিক করে সরকারকে তা বাস্তবায়নের নির্দেশ দেয়।
মঙ্গলবার সেই প্রজ্ঞাপন জারি করেছে সরকার, যাতে সব গ্রেডের নিয়োগে মোট ৭ শতাংশ কোটা রাখা হয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য বাকি ১ শতাংশ কোটা থাকবে।
এর আগে আন্দোলনের মুখে ২০১৮ সালে কোটা পদ্ধতি বাতিল করে দেওয়া পরিপত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা তুলে দিয়েছিল সরকার। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১৩তম থেকে ২০তম গ্রেড) গ্রেডে ৫৬ শতাংশ পদে কোটার ভিত্তিতে নিয়োগের সুযোগ ছিল।
কিন্তু এক রিট মামলার প্রেক্ষিতে হাই কোর্ট গত জুন মাসে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা ফিরিয়ে আনার রায় দেয়। এর প্রতিবাদে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা আন্দোলনে নামলে দেশজুড়ে সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটে; ঢাকার কয়েক স্থানে নজিরবিহীন নৈরাজ্যের মধ্যে জারি করা হয় কারফিউ।
পরে রাষ্ট্রপক্ষ ও দুই শিক্ষার্থীর করা আপিল শুনানি করে রোববার হাই কোর্টের রায় বাতিল করে কোটার নতুন বিন্যাস ঠিক করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।