মোট দুর্ঘটনার মধ্যে ৩৮ দশমিক ৯৪ শতাংই হয়েছে মোটরসাইকেলে।
Published : 17 Oct 2024, 07:05 PM
দেশজুড়ে গত সেপ্টেম্বর মাসে ৪৯৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৯৮ জনের; এর মধ্যে ৩৯ দশমিক ১৫ শতাংশ মৃত্যুই হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়।
গত এক মাসে সংঘটিত দুর্ঘটনার এই চিত্র বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি।
সমিতির হিসাবে, সড়কে ৪৯৩টি দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি ৯৭৮ জন আহত হয়েছেন। মোট দুর্ঘটনার মধ্যে ১৯২টি অর্থাৎ ৩৮ দশমিক ৯৪ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনা। এতে মারা গেছেন ১৯৫ জন, আহত হয়েছেন ১৪৯ জন।
এছাড়া সেপ্টেম্বরে রেলপথে ৪০টি দুর্ঘটনায় ৩৭ জন মারা গেছেন, আহত হয়েছেন চারজন। নৌপথে ১৪টি দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি, ৫৬ জন আহত এবং ৪৭ জন নিখোঁজ রয়েছেন।
সড়ক, রেল ও নৌপথে সব মিলিয়ে ৫৪৭টি দুর্ঘটনায় ৫৫৪ জন নিহত এবং ১ হাজার ৩৮ জন আহত হয়েছেন।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনা খবর বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করেছে যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেল।
বিভাগওয়ারী হিসাবে ওই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে ১১৬টি দুর্ঘটনায় ১০৯ জন নিহত ও ২৫১ জন আহত হয়েছেন।
সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। সেখানে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৩ জনের প্রাণহানি ও ৪৮ জন আহত হয়েছেন।
যাত্রী কল্যাণ সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের মোট দুর্ঘটনার ৩ দশমিক ৬৫ শতাংশ ঢাকা মহানগরীতে এবং ১ দশমিক ৪১ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে সংঘটিত হয়েছে।
দুর্ঘটনার কারণ হিসেবে সড়ক-মহাসড়কে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের অনুপস্থিতি, রোড সাইন বা রোড মার্কিং ও সড়কবাতি না থাকা এবং মহাসড়কের নির্মাণ ত্রুটির কথা বলেছে সমিতি।
সেইসঙ্গে সড়ক দুর্ঘটনা কমাতে মোটরসাইকেল ও ইজিবাইকের মত ছোট ছোট যানবাহন আমদানি ও নিবন্ধন বন্ধ, মহাসড়কে রাতে চলাচলের জন্য আলোকসজ্জা, চালকদের বেতন ও কর্মঘণ্টা নিশ্চিতসহ ১১টি সুপারিশ করেছে সংগঠনটি।