কর্মকর্তাদের ‘নাম ভাঙাচ্ছে’ প্রতারক চক্র, সতর্কতা মাউশি'র

স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন, ই-মেইল, এসএমএস বা চিঠি দিয়ে টাকা দাবি করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2022, 01:24 PM
Updated : 3 Dec 2022, 01:24 PM

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, নিয়োগ, বদলিসহ বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একটি চক্র প্রতারণা করছে বলে সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি।

এ নিয়ে মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি শুক্রবার ওয়েবসাইটে প্রকাশ করেছে মাউশি।

তাতে বলা হয়, প্রতারক চক্র সরাসরি বা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও তার অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ‘নাম ভাঙ্গিয়ে’ স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন করে, ই-মেইল, এসএমএস বা চিঠি পাঠিয়ে টাকা দাবি করছে।

"কোনো কোনো ক্ষেত্রে তাদের পক্ষ হতে কর্মকর্তা-কর্মচারীদের নিকট ব্যক্তিগতভাবে ও মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে মর্মে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।"

মাউশির কাজে কোনো প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই উল্লেখ করে বিজ্ঞপ্তিতে প্রলোভনের ফাঁদে না জড়াতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

"কেউ কোনো ধরনের সুবিধা বা টাকা চাইলেই বুঝবেন যে এটা প্রতারণা, সাথে সাথেই এ ধরনের প্রতারকের ফোন নম্বর নিকটস্থ থানায় এবং প্রতারকদের পুলিশে সোপর্দ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।”