পিটার হাসকে ‘হুমকি’: মুজিবুলের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

খারিজ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদন করবেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী।

আদালত প্রতিবেদক
Published : 13 Nov 2023, 11:06 AM
Updated : 13 Nov 2023, 11:06 AM

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসকে নিয়ে ‘আক্রমণাত্মক’ মন্তব্য করায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে হত্যার হুমকি ও মানহানির অভিযোগে যে মামলার আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছে আদালত।

সোমবার ঢাকার মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই আদেশ দেন।

ইন্টারন্যাশনাল ইউম্যান রাইটস কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশিম রাজু সোমবার এই মামলার আর্জি জানান।

আদালতের পেশকার রাকিব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলা নেওয়ার মত কোনো উপাদান না থাকায় তা খারিজ করে দিয়েছেন।“

খারিজ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদন করবেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী মো সিরাজুল ইসলাম সরকার।

তিনি বলেন, “আমি কজলিস্ট দেখে এ আদেশ জানতে পেরেছি। পূর্ণাঙ্গ আদেশ এখনো পাওয়া যায়নি বলে কেন খারিজ করা হল বলতে পারব না। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবদেন জমা দেব।“

আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরী ছাড়া মামলার অপর আসামিরা হলেন- চাম্বল ইউনিয়ন পরিষদের ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।

Also Read: হাসকে ‘হুমকি’: মুজিবুলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আওয়ামী লীগ

Also Read: পিটার হাসকে ‘হুমকি’: মুজিবুলের বিরুদ্ধে মামলার আবেদন

কী বলেছিলেন মুজিবুল

গত ৬ নভেম্বর বিএনপির হরতাল-অবরোধবিরোধী এক সভায় দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত হাসকে ‘পেটানোর’ হুমকি দেন চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া ওই বক্তব্যে তিনি বলেন, “পিটার হাস বলছেন, এখানে সুষ্ঠু নির্বাচন হবে। পিটার হাস আমরা আপনাকে ভয় পাই না। আমরা মোটা চালের ভাত খাই। আপনি বিএনপির ভগবান। কিন্তু আমরা আওয়ামী লীগ ঈমান বেচি না। আপনাকে এমন মারা মারব, বাঙালি কত দুষ্টু তখন বুঝতে পারবেন।”

বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হলে গত ৯ নভেম্বর রাতে চেয়ারম্যান মুজিবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মুজিবুলের সমালোচনা করে কাদের বলেছিলে, মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে ‘শিষ্টাচারবহির্ভূত’, ‘অশোভন, আক্রমণাত্মক’ যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, তা আওয়ামী  লীগের নজরে এসেছে।

“বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুলের বিরুদ্ধে আমরা দলীয়ভাবে ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। এ ধরনের শিষ্টাচারবহির্ভূত আচরণ করা মোটেও উচিত নয়।”

ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আগেও গণমাধ্যমে আলোচনায় এসেছেন। ২০২২ সালের জুনে চাম্বল ইউনিয়নে ভোটের আগে আগে তিনি গোপন কক্ষে কর্মী রেখে ইলেকট্রনিক ভোটিং মেশিনে বাটন চেপে নিজের পক্ষে ভোট নিয়ে নেওয়ার কথা বলেছিলেন প্রকাশ্যেই।

তার বক্তব্যের ভিডিও গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সেটি আমলে নিয়ে সেই ইউনিয়নে ভোট স্থগিত করে ইসি। পাশাপাশি মুজিবুলের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়। আইনি লড়াই শেষে গত বছরের ১২ অক্টোবর ভোট হলে জয় পান মুজিবুলই।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “তার বিরুদ্ধে ৩-৪টি মামলা আছে।”

যুক্তরাষ্ট্রের কড়া প্রতিক্রিয়া

বিষয়টি নিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হলে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন বাংলাদেশি এক সাংবাদিক।

জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, “আমাদের কূটনীতিক ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা ও সুরক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমি মনে করি এ ধরনের উগ্র বক্তব্য অতিশয় অসহযোগিতামূলক।”

পিটার হাস গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশে নির্বাচন, মানবাধিকারসহ নানা বিষয়ে সোচ্চার।

এর আগে গত বছরের মধ্য ডিসেম্বরে ঢাকার শাহীনবাগে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠনের অনুষ্ঠানে গিয়ে ‘মায়ের কান্না’ নামে আরেকটি সংগঠনের তোপের মুখে পড়েন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

হট্টগোলের মধ্যে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের আগে শেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন রাষ্ট্রদূত।