সন্দেহভাজন ১২ বছর বয়সী শিশুটিকে ’হাতেনাতে’ ধরার পর থানায় নেওয়া হয়েছে।
Published : 22 Apr 2024, 12:13 AM
রাজধানীর রূপনগরে চার বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে রূপনগর আবাসিক এলাকার একটি বাসার গ্যারেজের ভেতরে এ ঘটনা ঘটে।
সন্দেহভাজন শিশুটির বয়স ১২ বছর। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
পুলিশ বলছে, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পুলিশ সদস্যরা।
রূপনগর থানার ওসি মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, “আমরা অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসছি। অন্যদিকে ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।”
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ ঘটনার বিষয়ে বলেছে, কন্যা শিশুটি রাস্তায় খেলার সময় ১২ বছরের ছেলে শিশুটি তাদের বাসায় গ্যারেজে ডেকে নিয়ে একটি প্রাইভেটকারের ভেতরে ধর্ষণ করে।
শিশুটির মা ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে।
এ সময় ছেলে শিশুটি দ্রুত তাদের বাসার দ্বিতীয় তলায় উঠে যায়। পরে স্থানীয়রা হৈ চৈ করে ও পুলিশে খবর দেয়। সাড়ে ৬টার দিকে রূপনগর থানা পুলিশ সন্দেহভাজন শিশুটিকে থানায় নিয়ে যায়।