বাংলাদেশের স্বাধীনতার পর ৭ এপ্রিল বসেছিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
Published : 05 Apr 2023, 11:18 PM
জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন বসছে, যেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তৃতা দেবেন।
মঙ্গলবার সকাল ১১টায় একাদশ সংসদের বিশেষ অধিবেশন শুরু হবে, যা হতে যাচ্ছে বর্তমান সংসদের ২২তম অধিবেশন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার দুই বছর পর শুরু হয়েছিল জাতীয় সংসদের যাত্রা। প্রথম সংসদ নির্বাচন হয়েছিল ১৯৭৩ সালের ৭ মার্চ। পরে ৭ এপ্রিল বসে জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
বিশেষ অধিবেশনের কার্যসূচি ঠিক করতে বৃহস্পতিবার সকাল ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে বসবে।
পরিকল্পনা অনুযায়ী, সকাল ১১টায় সংসদের অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়নের পর শোক প্রস্তাব গ্রহণ করা হবে। তারপর থাকবে মন্ত্রীদের প্রশ্নোত্তর।
অধিবেশন শুরুর দিন স্বাভাবিক কার্যক্রম চললেও দ্বিতীয় দিন শুরু হবে বিশেষ অধিবেশন। সেদিন বিকাল ৩টায় বসবে সংসদ, বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের এটাই হতে যাচ্ছে সংসদে শেষ ভাষণ। আগামী ২৩ এপ্রিল এ রাষ্ট্রপতির টানা দুই মেয়াদ শেষ হতে যাচ্ছে।
রাষ্ট্রপতির ভাষণের পরদিন শনিবার সকালে শুরু হবে সংসদের অধিবেশন। এদিন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে সাধারণ প্রস্তাব তুলবেন। সাধারণ প্রস্তাবের উপর সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। এরপর তা গ্রহণ করা হবে।
মহামারীর ধারাহিকতায় এবারও সংসদ সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করিয়ে সংসদ অধিবেশনে যোগ দিতে হবে। এছাড়া সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে বিধিনিষেধ অনুসরণ করতে হবে।
সংসদের সুবর্ণজয়ন্তী সাড়ম্বরে উদযাপনের পরিকল্পনা
সংসদের সুবর্ণজয়ন্তী: বিশেষ অধিবেশন বসছে ৬ এপ্রিল
প্রথম দিনের কার্যসূচি
বৃহস্পতিবার অধিবেশনের কার্যসূচতে রয়েছে শোক প্রস্তাব ও মন্ত্রীদের প্রশ্নোত্তর। প্রথম দিনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ, মহিলা ও শিশু এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর হবে।
এদিন সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোহাম্মেল হক দুর্নীতি দমন কমিশনের বার্ষিক প্রতিবেদন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বার্ষিক প্রতিবেদন এবং বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন।
প্রথমদিন সংসদে সাতটি বিল উপস্থাপনের কথা রয়েছে। এরমধ্যে রয়েছে- বাংলাদেশ বিমান সংশোধন বিল, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) বিল, চিড়িয়াখানা বিল, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর বিল, শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর বিল, অত্যাবশক পরিষেবা বিল এবং ঔষধ কসমেটিকস্ বিল।