সোয়া ৩টার দিকে একদল বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছে বলে তথ্য দিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এস এম হাসিবুল ইসলাম।
Published : 01 Sep 2024, 06:17 PM
এবার ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের ওপর দুই দফায় হামলার খবর এলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে চিকিৎসাকেন্দ্রে ‘শাটডাউন’ কর্মসূচি চলার মধ্যেই রোববার দুপুরের পর মুগদা মেডিকেলে এই হামলার ঘটনা ঘটে।
মুগদা মেডিকেলের পরিচালক ডা. এস এম হাসিবুল ইসলাম হামলার বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তথ্য দিয়েছেন। তবে কেন এই হামলা, তার সঠিক কারণ জানাতে পারেননি তিনি।
বিকাল ৫টার দিকে ডা. হাসিবুল বলেন, বেলা সোয়া ৩টার দিকে একদল বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছেন।
"আমাকে একজন চিকিৎসক জানিয়েছেন তাদের ওপর হামলা হয়েছে। তারা দরজা বন্ধ করে দিয়েছে।"
কেন এই হামলা জানতে চাইলে তিনি বলেন, "আমার জানামতে সেখানে কোনো রোগীর স্বজনরা আজ (রোববার) হামলা করেনি। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাকা কমপ্লিট শাটডাউনের পক্ষে ইন্টার্ন চিকিৎসকরা একটি ব্যানার টানাতে যান।
“তাদের হাসপাতালের গেইট আটকে দেওয়া হয়। এ সময় বাইরের কিছু ‘ছেলেপেলে’ তাদের ওপর হামলা করে, গেইট খুলে দেয়।"