সাবেক ক্রীড়া উপমন্ত্রী জয়, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও সাবেক নৌ কর্মকর্তা সোহাইলকেও সাত দিন রিমান্ডে পেয়েছে পুলিশ।
Published : 26 Aug 2024, 12:40 AM
আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ছয়জনকে ফের জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
রোববার ঢাকার মহানগর হাকিম আরোবিয়া খানমের আদালত তাদের নতুন করে রিমান্ডের আদেশ দিয়েছেন।
এ মামলায় টুকু, পলক ও সৈকতকে সাত দিন রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
সেইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মোবিন রাতুলকে হত্যাচেষ্টার অভিযোগে চকবাজার থানার মামলায় সৈকতের আরও পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সবমিলিয়ে সৈকতকে ১২ দিন জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
অপরদিকে সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে সাত দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
আদালতে প্রসিকিউশন পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস মিয়া প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। হত্যাচেষ্টা মামলায় সৈকতের আরও সাত দিনের রিমান্ড চায় পুলিশ।
আদালতে আরিফ খান জয় ও সৈকতের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। অপর চার আসামির পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পল্টনে এক রিকশাচালককে হত্যার মামলায় গত ১৫ অগাস্ট টুকু, পলক ও সৈকতকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।
এর আগের দিন খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে এ তিনজন গ্রেপ্তার হন। রিকশাচালককে হত্যার মামলায় ১০ দিনের রিমান্ডে শেষে ফের তাদের রিমান্ডে পাঠানো হল।
টুকু, পলক ও সৈকত ১০ দিনের রিমান্ডে
দীপু মনি চার ও জয় পাঁচ দিনের রিমান্ডে
অপরদিকে গত ১৯ অগাস্ট ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন আরিফ খান জয়।
মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় পরদিন সাবেক মন্ত্রী দীপু মনির সঙ্গে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।
ওই রিমান্ড শেষে জয়কে আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ফের সাত দিনের রিমান্ডে নেওয়া হল।
আর ২০ অগাস্ট রাতে গুলশান থেকে আহমদ হোসেন ও বনানী এলাকা থেকে সোহাইলকে আটক করা হয়। পরদিন পল্টন থানায় যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছিল আদালত।
এবার আইডিয়ালের ছাত্র হত্যায় তাদের ফের সাত দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেল পুলিশ।