তারা ‘ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে’ বিপুল পরিমাণ ‘অবৈধ সম্পদ’ অর্জন করেছেন বলে দুদকের অভিযোগ।
Published : 09 Oct 2024, 08:09 PM
বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন ও খুলনা-৬ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন বলে দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন জানান।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর। আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা ‘ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে’ বিপুল পরিমাণ ‘অবৈধ সম্পদ’ অর্জন করেছেন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ করা জরুরি।
শিবলী রুবাইয়াত ও আক্তারুজ্জামান বাবুর বিরুদ্ধে অভিযোগ, তারা ‘সরকারি অর্থ আত্মসাৎ ও ঠিকাদারি ব্যবসায় অনিয়মের মাধ্যমে’ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
অন্যদিকে, আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে ‘ঘুষ গ্রহণ, দলের পদবাণিজ্য, ঋণ ও মুদ্রা চোরাচালান সিন্ডিকেট পরিচালনা, অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা’সহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
ওই তিনজন দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন– এমন ‘আশঙ্কার’ কথা জানিয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চায় দুদক।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০২০ সালে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সরকার পতনের পর গত ১০ অগাস্ট তিনি পদত্যাগ করেন। পুঁজিবাজারে বিভিন্ন অনিয়মের
তার সময়ে ‘ফ্লোর প্রাইস’ তোলা, তালিকাভুক্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ, লোকসানি কোম্পানির পর্ষদ ভেঙে দেওয়ার মত বিভিন্ন উদ্যোগ বিনিয়োগকারীদের প্রশংসা পেলেও বিপুল খরচ করে বিদেশে রোড শো আয়োজন, বাজারে কারসাজি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতা, বড় অঙ্কের কারসাজির বিপরীতে নামমাত্র জরিমানার মত ঘটনায় সমালোচিত হয়েছেন।
মিলিয়ন ডলার জালিয়াতির সঙ্গে যুক্ত একটি ব্যাংক হিসাব থেকে শিবলী অর্থ পেয়েছেন বলেও ২০২৩ সালে অভিযোগ ওঠে। সে সময় সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, শিবলীও সে বিষয়ে কখনো মুখ খোলেননি।
পুঁজিবাজারের এই নিয়ন্ত্রক সংস্থা ইতোমধ্যে শিবলী রুবাইয়াত এবং তার ছেলে তার ছেলে জুহায়ের সারার বিও হিসাব অবরুদ্ধ রাখার নির্দেশ দিয়েছে। আর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের দুজনের সব ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে।
শিবলী রুবাইয়াত দেশে আছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তবে আশরাফুল আলম খোকন বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে আশরাফুল আলম খোকন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিবের পদ থেকে পদত্যাগ করেন। সরকার পতনের পর তার ‘অবৈধ’ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
খুলনার সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। ৫ অগাস্ট সরকারপতনের পরই তিনি দেশ ছেড়ে ‘পালিয়েছেন’ বলে খবর এসেছে সংবাদমাধ্যমে।