সরকারি কর্মকমিশন আইনে দায়ের করা এ মামলার তদন্ত সিআইডিই করবে।
Published : 09 Jul 2024, 01:23 PM
সরকারি কর্মকমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পল্টন থানায় একটি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
পিএসসির সাবেক ও বর্তমান সাত কর্মীসহ যে ১৭ জনকে গত কয়েক দিনে সিআইডি গ্রেপ্তার করেছে, তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরো সাত থেকে আট জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।
পল্টন থানার ওসি মইনুল হোসেন মোল্লা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডি এ মামলা করেছে। সরকারি কর্মকমিশন আইনে দায়ের করা মামলার তদন্ত তারাই করবে।”
একটি চক্র প্রায় এক যুগ ধরে পিএসসির অধীনে বিসিএসসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত বলে রোববার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে। সেখান ওই চক্রের ছয়জনের ছবি প্রকাশ করা হয়।
এদের মধ্যে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার পরিবারের বিলাসবহুল জীবনযাপনের বিভিন্ন ছবি ফেইসবুকে ঘুরতে থাকে।
এরপর ওই চক্রের সদস্যদের ধরতে অভিযানে নামে সিআইডি। আবেদ আলী, তার ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামসহ মোট ১৭ জনকে ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাকিরা হলেন- পিএসসির দুই উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, অডিটর প্রিয়নাথ রায়, ডেসপ্যাচ রাইডার খলিলুর রহমান, অফিস সহকারী সাজেদুল ইসলাম।
এছাড়া নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার পাসপোর্ট অফিসের কর্মচারী মামুনুর রশীদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিকেল টেকনিশিয়ান নিয়ামুন হাসান, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে ব্যবসায়ী আবু সোলায়মান মো. সোহেল, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন ও তার ভাই সায়েম হোসেন, জাহিদুল ইসলাম, লিটন সরকারকে গ্রেপ্তার করেছে সিআইডি।
এদিকে প্রশ্নফাঁস নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয় পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করার জন্যে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে সরকারি কর্ম কমিশন।
কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সোমবার রাতে এ কমিটি করে দেন বলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান জানান।
পিএসসির যুগ্মসচিব আব্দুল আলীম খানকে আহ্বায়ক এবং পরিচালক মোহাম্মদ আজিজুল হককে সদস্য সচিব করে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে আছেন পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা।
কতদিনের মধ্যে এই কমিটি প্রতিবেদন দেবে, তা জানাতে পারেননি মতিউর রহমান।
এর আগে সোমবার রাতে এক বিবৃতিতে পিএসসি বলে, কমিশনের কারো বিরুদ্ধে পরীক্ষার প্রশ্ন ফাঁস, প্রতারণা বা অন্য কোনো অবৈধ কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুরনো খবর