মামলায় বলা হয়, বিয়ারের ক্যানগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন জাকির।
Published : 08 Jan 2025, 12:09 AM
রাজধানীর চকবাজারে ৩৩৬ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার একাদশ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুসরাত জাহান মঙ্গলবার মাদক আইনের এ মামলার রায় ঘোষণা করেন।
আসামি জাকির হোসেন মোল্লাকে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।
সংশ্লিষ্ট আদালতের পেশকার দেওয়ান ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি জামিনে ছিলেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির হন। পরে রায় শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।”
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১০ মার্চ রাজধানীর চকবাজার মডেল থানাধীন রাজারঘাটে নামার বেড়িবাঁধ এলাকা দিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হন জাকির হোসেন মোল্লা। তার সঙ্গে চারটি পলিথিনের ব্যাগে ১৪ কেসে ৩৩৬ ক্যান বিয়ার পাওয়া যায়।
ওইদিনই তার বিরুদ্ধে চকবাজার মডেল থানায় মামলা করেন এসআই এসএম জাকির হোসেন। এজাহারে বলা হয়, বিয়ারের ক্যানগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন জাকির।
মমালাটি তদন্ত করে ২০১৮ সালের ২৯ মার্চ অভিযোগপত্র দাখিল করেন চকবাজার মডেল থানার এসআই মল্লিক আব্দুল হালিম। ২০১৮ সালের ২৭ মে আদালত জাকিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।
মামলার বিচার চলাকালে ১২ জনের মধ্যে ৪ জনের সাক্ষ্য শুনে বিচারক আসামি জাকিরকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন।