বিদ্যুৎ চলে গেলে ঢাকার কাফরুলের ইব্রাহিমপুর ঈদঁগা রোডের বাসার গেইটের সামনে অন্যান্য শিশুর সঙ্গে দৌড়াদৌড়ি করছিল মিরা, বলেন তার দাদা প্রদীপ সরকার।
Published : 10 Sep 2024, 11:56 PM
ঢাকার কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় ব্যাটারিচালিত রিকশার নিচে পড়ে মিরা সরকার নামে দেড় বছর বয়সি একটি কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ নিয়ে পরপর দুই দিন ঢাকায় ব্যাটারিচালিত রিকশার চাপায় দুটি মৃত্যু হল।
এর আগে সোমবার দুপুরে ঢাকায় ব্যাটারিচালিত একটি নিয়ন্ত্রণহীন রিকশার চাপায় এক নারীর মৃত্যু হয়।
মঙ্গলবার শিশু মিরাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার দাদা (বাবার চাচা) প্রদীপ সরকার।
তিনি বলেন, “বিদ্যুৎ চলে গেলে ঢাকার কাফরুলের ইব্রাহিমপুর ঈদঁগা রোডের বাসার গেইটের সামনে অন্যান্য শিশুর সঙ্গে দৌড়াদৌড়ি করছিল মিরা।
“খেলতে খেলতে রাস্তায় পড়ে যায় মিরা। তখন দ্রুত গতিতে আসা ব্যাটারিচালিত একটি রিকশা তার ওপর উঠে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে স্থানীয় হাসপাতাল, পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
শিশুটির বাবা নয়ন সরকার একটি পোশাক কারখানার সুপারভাইজার, তাদের বাড়ি কুড়িগ্রামের উলিপুরে। নয়ন সরকার ও পলি সরকার দম্পতির একমাত্র সন্তান ছিল মিরা।