হাসান আরিফের রুহের মাগফিরাতের জন্য সোমবার সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে।
Published : 23 Dec 2024, 01:36 PM
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে দেশ।
শোক পালনের অংশ হিসেবে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এছাড়া দেশের সব সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
হাসান আরিফের রুহের মাগফিরাতের জন্য সোমবার সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
উপদেষ্টা হাসান আরিফের জন্য সোমবার রাষ্ট্রীয় শোক
সকাল সাড়ে দশটার পর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন হাসান আরিফ।
এ সময় তার তার ছেলে মুয়াজ আরিফ, পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা হাসান আরিফের দাফন সোমবার
উপদেষ্টা এএফ হাসান আরিফ আর নেই
দুপুরে বাসায় খেতে বসে শুক্রবার প্রবীণ এই আইনজীবী অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রবীণ এই আইনজীবীর বয়স হয়েছিল ৮৩ বছর।