“এই মামলার পক্ষে ১৭ বছরে রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী বা কোনো প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারে নাই,” বলেন তিনি।
Published : 01 Dec 2024, 04:23 PM
অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে খালাস দিয়েছে আদালত।
রোববার এ রায় ঘোষণা করেন ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল হোসেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, “ওয়ান ইলেভেনের সময় আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। সেই সময় বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে এই মামলা দেওয়া হয়।
“মামলায় আমার সম্পদের সাথে আমার স্ত্রীর সম্পদ, আমার দুই ছেলের সম্পদকে যোগ করে আমার সম্পদ হিসেবে দেখিয়ে একটি মামলা দায়ের করা হয়। এই মামলার পক্ষে ১৭ বছরে রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী বা কোনো প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারে নাই। সেই প্রক্রিয়ায় আজকে বিজ্ঞ আদালত এই রায় দিল।”
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরে এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় আদালত।