“আমরা দেখতে চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কী পদক্ষেপ নেয়। অন্যথায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে”, বলেন এই সমন্বয়ক।
Published : 16 Aug 2024, 10:29 PM
কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের তালিকা তৈরি করে ‘আন্তর্জাতিক মানের’ চিকিৎসা সেবা নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ‘ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
‘প্রতিবিপ্লবের আশঙ্কায়’ ঘোষিত ‘রেজিস্ট্যান্স উইকে’ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এদিন ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল ও মিটফোর্ডসহ ৬টি হাসপাতালে গিয়েছেন সমন্বয়করা।
হাসনাত বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আজকে অনেক দিন হয়ে গিয়েছে। …
এই সরকারের উচিত ছিল শুরুতেই এসে যারা আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছেন, তাদের জন্য অন স্পট বা অনশট সলিউশন নিশ্চিত করা।
“আজ পর্যন্ত আমরা আহতদের পূর্ণাঙ্গ তালিকা পাইনি। আমরা শিক্ষার্থীরা আহতদের খোঁজ নিচ্ছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখছি না। সে জন্য আমরা স্বাস্থ্য বিভাগের নিন্দা জানাচ্ছি।”
হাসনাত বলেন, “অন্তবর্তীকালীন সরকারের প্রথম কাজ হচ্ছে যারা শহীদ হয়েছে ও আহত হয়েছে তাদের খোঁজ খবর নেওয়া। শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়ানো। আমরা দেখতে চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কী পদক্ষেপ নেয়। অন্যথায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে।”
বিভিন্ন জায়গায় সমন্বয়ক ও সহ-সমন্বয়ক নামে অপকর্ম হচ্ছে-এক সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, “সমন্বয়ক ও সহ-সমন্বয়ক নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনার যদি দেখেন কেউ সমন্বয়ক বা সহ-সমন্বয়ক নামে বিশেষ কোনো সুযোগ সুবিধা চাচ্ছে, আপনারা তাদের আইনের হাতে সোপর্দ করুন।
“আমরা শুরু থেকে বলে আসছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। কোনো স্টুডেন্ট উইং নাই। আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছে। সেই জায়গায় থেকে কেউ যদি অপকর্ম করে, তারা অপরাধী ও আইনলঙ্ঘনকারী। অপরাধীদের বিদ্যমান আইনে বিচারের দাবি জানাই।”