মঙ্গলবার প্রথম ধাপে ২৫ জেলা প্রশাসককে বদলি করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পদায়ন করা হয়েছে।
Published : 20 Aug 2024, 09:57 PM
সরকার পরিবর্তনের পর প্রশাসনে নানা পরিবর্তনের ধারাবাহিকতায় এবার ২৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার আলাদা দুটি প্রজ্ঞাপনে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুরের জেলা প্রশাসককে প্রত্যাহারের কথা জানানো হয়।
তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পদায়ন করা হয়েছে। পাশাপাশি জেলায় জেলায় নতুন প্রশাসক নিয়োগের প্রক্রিয়াও চলছে।
আওয়ামী লীগ সরকারের আমলে উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
সবশেষ ২০২৩ সালের মাঝামাঝি সময়ে জেলা প্রশাসক পদে বড় পরিবর্তন আনে তৎকালীন সরকার।
আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের সব জায়গায় পালাবদলের মধ্যে এ প্রজ্ঞাপন এলো।
প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটার পর ৮ অগাস্ট নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করেছে।
সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে এখন চলছে পালাবদলের ঢেউ। চুক্তিভিত্তিক সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে অন্তত এক ডজন কর্মকর্তাকে।
একই সঙ্গে আওয়ামী লীগ আমলে ‘বঞ্চিত’ কর্মকর্তাদের পদোন্নতি ও নিয়োগের প্রক্রিয়াও।
ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে ২২৩ জন কর্মকর্তাকে।
এর আগে ক্ষমতার পালাবদলে প্রশাসনের সিনিয়র সহকারী সচিব মর্যাদার ১১৭ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে উপসচিব করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
আরও পড়ুন
এবার ২০১ কর্মকর্তা পদোন্নতি পেয়ে যুগ্মসচিব
পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন আরও ২২ কর্মকর্তা
চুক্তিভিত্তিক নিয়োগের পরদিন জ্যেষ্ঠ সচিব হলেন ৫ কর্মকর্তা
২৮ থেকে ৪২তম বিসিএসে নতুন করে ২৫৯ জনের নিয়োগ
ভূতাপেক্ষ পদোন্নতি: উপসচিব হলেন 'বঞ্চিত' ১১৭ কর্মকর্তা