এর আগে গত রোববার ২০১ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
Published : 20 Aug 2024, 03:59 PM
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে জনপ্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় আরও ২২ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, “পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তারা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।”
পদোন্নতির পর তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর তিনদিন পর নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
এ সরকারের উপদেষ্টারা গত ১১ অগাস্ট প্রথম কার্যদিবসে নিজ নিজ দপ্তরে গেলে বিগত সরকারের সময় ‘বঞ্চিত’ অনেক কর্মকর্তা তাদের অভাব-অভিযোগের কথা উপদেষ্টাদের কাছে তুলে ধরেন।
এমন পরিস্থিতির মধ্যে গত ১৩ অগাস্ট প্রশাসনের সিনিয়র সহকারী সচিব মর্যাদার ১১৭ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়।
এর পাঁচ দিনের মাথায় গত রোববার ২০১ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
নতুন উপদেষ্টা পরিষদ দায়িত্ব নেওয়ার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে নিয়োগ পাওয়া শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়াও শুরু হয়েছে; রদবদলও হয়েছে অনেক পদে।
পদত্যাগে বাধ্য হয়েছেন অনেক বিভাগ, সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ কর্তা ব্যক্তিরা। বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদত্যাগ, রদবদল ও পরিবর্তনের ‘মিছিল’ গত কয়েকদিন ধরে ক্রমশ লম্বা হচ্ছে। শীর্ষ স্তরের দায়িত্বে আসছে নতুন মুখ। অব্যাহতির পাশাপাশি দায়িত্বের বদলও ঘটছে।
আরও পড়ুন
এবার ২০১ কর্মকর্তা পদোন্নতি পেয়ে যুগ্মসচিব