মামলায় বলা হয়েছে, স্ত্রীর প্রেমের খবর জেনে যাওয়ায় খুন হন ইলিম সরকার।
Published : 12 Jan 2025, 05:23 PM
প্রায় চার বছর আগে ঢাকার আশুলিয়ায় এক ব্যক্তিকে ছুরি মেরে হত্যার ঘটনায় তার স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত; স্ত্রীর ‘প্রেমিককে’ দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড।
রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন। দুই আসামিকেই মূল সাজার
পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন তিনি।
বাদীপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন বলেন, মামলার দুই আসামি মোছা. সুলতানা আক্তার কেমিলি এবং রবিউল করিম পিন্টু জামিন নিয়ে পালিয়ে যান। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
“পিন্টুর বন্ধু সাইফুল ইসলাম ওরফে ইউসুফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় ইউসুফ আদালতে হাজির ছিলেন।”
মামলার বিবরণে বলা হয়, আশুলিয়ার কাঠগড়ার সরকার বাড়ির ইলিম সরকারের স্ত্রী সুলতানা প্রেমে জড়িয়ে পড়েন পিন্টুর সঙ্গে। ইলিম সরকার তা জেনে ফেলেন। পরে সুলতানা আক্তারের ‘পরিকল্পনায়’ ২০২১ সালের ২৮ মার্চ রাতে ‘পিন্টু ও ইউসুফ মিলে’ ইলিম সরকারকে ছুরিকাঘাতে হত্যা করেন।
ঘটনার দিনই আশুলিয়া থানায় মামলা করেন ইলিমের বাবা হাজী ফসল হক সরকার। তদন্ত করে পিবিআই ২০২২ সালের ২৯ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেয়।
সুলতানা আক্তার ও পিন্টু গ্রেপ্তার হওয়ার পর দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। তবে জামিনে ছাড়া পাওয়ার পর তারা পালিয়ে যান।
অভিযোগপত্রের ভিত্তিতে ২০২৩ সালের ১৬ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
মামলার বিচার চলাকালে আদালত ১৯ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য শোনে। আসামিপক্ষে চারজন সাফাই সাক্ষ্য দেন।