ঢাকা-১৭ আসনের পাশাপাশি জি এম কাদের রংপুর-৩ এবং সালমা ইসলাম ঢাকা-১ আসনেও মনোনয়নপত্র দিয়েছেন।
Published : 04 Dec 2023, 04:59 PM
দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসনে জমা পড়া ১৩টি মনোনয়নপত্রের মধ্যে দুটি বাদে বাকিগুলো বৈধতা পেয়েছে নির্বাচন কমিশনের বিচারে।
এই আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও এই দলের আরেক শীর্ষ নেতা সালমা ইসলামের প্রার্থিতা বৈধ হয়েছে।
জি এম কাদের এবং সালমা ইসলাম এবার দুটি করে আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঢাকা-১৭ আসনের পাশাপাশি জি এম কাদের রংপুর-৩ এবং সালমা ইসলাম ঢাকা-১ আসনেও মনোনয়নপত্র দিয়েছেন।
জাতীয় পার্টি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী দেলোয়ার জালালী এই তথ্য জানিয়েছেন।
এ আসনে বৈধতার তালিকায় আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাতের মনোনয়নপত্র রয়েছে।
সোমবার বিকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম।
আরো যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন- বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ, বিকল্পধারা বাংলাদেশের মো. আইনুল হক, স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির কাজী শফিউল বাশার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুন নাহার, ন্যাশনাল পিপলস পার্টির মো. গোলাম ফারুক মনজু ও বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহ আলম।
রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম বলেন, ঢাকা-১৭ আসনে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ আর দুজনেরটা বাতিল করা হয়েছে।
“যে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মাসুদ খান ১ শতাংশ ভোটার তালিকার অধিকাংশই ভুল দিয়েছেন আর বাংলাদেশ কংগ্রেসের মো. আখলাকুর রহমানও ভোটারদের যে তালিকা দিয়েছেন তা সঠিক ছিল না।”