স্বেচ্ছাসেবক দলের রাজীব ও তুহিন আছেন দণ্ডিতদের তালিকায়।
Published : 26 Dec 2023, 07:33 PM
পাঁচ বছর আগে ঢাকার রমনা থানায় করা নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ ১৬ নেতাকর্মীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রমনা থানারই আরেক নাশকতার মামলায় বিএনপির ২০ নেতাকর্মীর দুই বছরের কারাদণ্ড হয়েছে। আর সূত্রাপুর থানার একটি নাশকতার মামলায় বিএনপির ২৩ নেতাকর্মীর সবাই বেকসুর খালাস খালাস পেয়েছেন।
আসামিপক্ষের অন্যতম আইনজীবী কালাম খান এসব তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
১৬ নেতাকর্মীর দুই বছরের দণ্ড
২০১৮ সালের অগাস্টে নাশকতার অভিযোগে পুলিশের করা মামলাটির রায় ঘোষণা করেন ঢাকা মহানগর হাকিম মোশাররফ হোসেন।
স্বেচ্ছাসেবক দলের রাজীব ও তুহিন ছাড়া অন্য যারা এ মামলায় দণ্ডিত হয়েছে, তাদের মধ্যে আছেন- আমিনুল ইসলাম লিপন, নান্নু মিয়া, মোবাশ্বের ইসলাম নির্জন, মেহেদী হাসান তালুকদার, শেখ আবু তাহের, মিজানুর রহমান রাজ, সাজ্জাদ হোসেন রুবেল, গিয়াস উদ্দিন মানিক, কামরুজ্জামান জুয়েল, তসলিম আহসান মাসুম, রিফাত বিন জিয়া, আশরাফ হোসেন চৌধুরী অপু, রেজাউল ইসলাম প্রিন্স ও আরাফাত হোসেন।
২০ নেতাকর্মীর দুই বছরের সাজা, অর্থদণ্ড
একযুগ আগে রমনা থানায় করা নাশকতার মামলায় বিএনপির ২০ নেতাকর্মীকে দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় ঘোষণা করেন ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিন।
রায়ে দুই ধারায় এক বছর করে তাদের দুই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় সাজা একসঙ্গে চলবে বলে তাদের এক বছর কারাভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আ. রহমান, ফারুক, নুর নবী, কামাল উদ্দিন, সুমন, বেল্লাল হোসেন, ফারুক, একরামুল হক কুসুম, ইউনুস, সাহাবুদ্দিন, রবিন, ফয়সাল ইনাম, খন্দকার আ. রব, সিয়াম মাহমুদ আব্দুল্লাহ, শাহিন ইসলাম, নকিব নাসরুল্লাহ, আ. রহমান, ফাকরে আলম, আ. কাদের ও কবির হোসেন সরকার।
২০১১ সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর রমনা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করেছিল পুলিশ।
বেকসুর খালাস
এক দশক আগে সূত্রাপুর থানার মামলায় বিএনপির ২৩ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মহানগর হাকিম সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি মিছিলে নাশকতার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলাটি করেছিল।